আমি কোন কবি নই। পেশায় মাস্টার। নিজের ভেতরে জমে থাকা কষ্টগুলোকে বইয়ে দেবার জন্য অবসর সময়ে মাঝে মাঝে কবিতার মত একটা কিছু লেখার চেষ্টা করি। এখানে অন্তর্ভুক্ত লেখাগুলো সেরকমই কিছু প্রয়াসের ফসল। এগুলো কবিতা হয়েছে কিনা জানিনা। ভক্ত-ছাত্র রাজুর অনুপ্রেরণা ও উদ্যোগেই লেখাগুলো ইন্টারনেটে দেওয়া। পড়ে কেউ আনন্দ পেয়েছে জানতে পারলে ভালো লাগবে।
মজিদ সরকার
২৩ জুলাই ২০০৯